ছবি-সংগৃহীত
কয়েকদিন আগেই শোনা গিয়েছিল বাংলা ছবির প্রযোজনা করতে চান বলিউড তারকা আমির খান। চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী, পরিচালনাও করবেন তিনিই। এরইমধ্যে ছবির সবকিছু চূড়ান্ত। আমিরের প্রযোজনায় ‘পাত্রী চাই’ নামের সেই ছবিতে অভিনয় করতে চলেছেন বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা যায়, ছবিটি হচ্ছে সোশ্যাল স্যাটায়ারধর্মী গল্পে। চিত্রনাট্যকার বিপ্লবের ভাষ্য, ‘‘পুরুষতান্ত্রিক সমাজের ফাঁপা দম্ভকে নাড়িয়ে দেওয়ার গল্প 'পাত্রী চাই'।’’
ছবিতে ফারিণের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার অভিনেতা অর্জুন চক্রবর্তী। আরো রয়েছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতাশস্কর। আসন্ন দুর্গাপূজোর পরেই শুটিং শুরু হবে এই ছবির। প্রযোজনায় রয়েছে প্রমোদ ফিল্মস।
আরো পড়ুন: বলিউডের সিনেমায় প্রিয়াঙ্কা সরকার
বছর কয়েক আগে নতুন চিত্রনাট্যকারের খোঁজে আয়োজিত হয়েছিল এক প্রতিযোগিতা। সেখানে বিচারকের আসনে ছিলেন আমির খান। বলছিলেন, কেমনভাবে তিনি বিপ্লব গোস্বামীর লেখা পড়ে চমকে গিয়েছিলেন!
বিচারকের তালিকায় রাজকুমার হিরানি, জুহি চতুর্বেদী ও অঞ্জুম রাজাবলির মতো তারকারা। সেই প্রতিযোগিতায় চার হাজার প্রতিযোগীর মধ্যে জায়গা করে নিয়েছিল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র বিপ্লবের চিত্রনাট্য।
পরবর্তী কাহিনি আরও রোমঞ্চকর। কোভিডের আগের ঘটনা। বিপ্লবকে একদিন নিজের বাড়িতে ডেকে পাঠালেন আমির। জানালেন, তার চিত্রনাট্যে নিজস্ব প্রযোজনায় ছবি করতে চান। এভাবেই সিনেমাটিতে আমিরের যুক্ত হওয়া।
এসি/ আই.কে.জে/